✅ কাঁথা:
এটি অবশ্যই আগে থেকে সংগ্রহে রাখবেন। অনেকে দাদি-নানিদের বানানো পুরোনো কাপড়ের কাঁথা সংগ্রহে রাখেন। সেক্ষেত্রে জীবাণুর কারণে বাবুর মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবার অনেকে কমদামে কাঁথা পেলেই নিয়ে নেন। এক্ষেত্রে পলি এস্টার কাপড় ব্যবহার করা হয় তাতে বাবুর-
✳️ র্যাশ উঠে যায়
✳️ গরমে অসুস্থ হয়ে পরে
✅ নিমা:
বাংলাদেশের আবহাওয়া অনুয়ায়ী অবশ্যই সুতি কাপড়ের নিমা ব্যবহার করতে হবে।
✅ন্যাপি:
এক্ষেত্রেও অবশ্যই সুতি কাপড় ব্যবহার করতে হবে।
✅ইউরিন ম্যাট:
ওয়াটার প্রুফ ইউরিন ম্যাট সংগ্রহে রাখতে হবে।
✅ মশারি:
অবশ্যই মশারি রাখবেন বাবুর জন্য। মশার কারণে সদ্য জন্ম নেয়া বাবুর মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ইমার্জেন্সি মোমেন্টে টেনশন ফ্রি থাকতে আমাদের কম্বোটি দেখতে পারেন